4:15 pm , June 26, 2025

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর প্রতিবেদক ॥ ঢাকা -বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল নামক স্থানে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে ২ নারী নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ ৫ জন। নিহতরা হলেন-মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার খবিয়া গ্রামের সবুজের স্ত্রী তুফানী (৩৫), শরিয়তপুর জেলার পালং থানার চরদংশা গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া (৪০) । আহতদের মধ্যে ৫ জনকে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বেদে সম্প্রদায়ের একটি বহরের ২৫-৩০ জন লোক তাদের মালামাল বোঝাই করে মুন্সিগঞ্জ থেকে পিরোজপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। ট্রাকটি পশ্চিম বামরাইল এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে মহাসড়কের পাশের একটি পুকুরের মধ্যে পড়ে। এতে ঘটনাস্থলেই ২নারীর মর্মান্তিক মৃত্যু হয়। আহতরা হলো-আনিরুল (২), আনিশা (৫) , নাসিমা (৮), শারমিন (৩০) ও রহিমা (৪৫)। উজিরপুর থানার ওসি আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।