নেছারাবাদের আঞ্চলিক সড়ক দুই লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন  নেছারাবাদের আঞ্চলিক সড়ক দুই লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন  - ajkerparibartan.com
নেছারাবাদের আঞ্চলিক সড়ক দুই লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন 

4:12 pm , June 26, 2025

নেছারাবাদ প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের সংযোগ সড়ক গড়িয়ারপাড় থেকে বানারীপাড়া উপজেলা হয়ে শিল্পাঞ্চল খ্যাত নেছারাবাদ উপজেলার আমড়াজুড়ি পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি দুই লেনে উন্নীতকরণ এবং সড়কের উপর স্থাপিত পাঁচটি অতি ঝুঁকিপূর্ণ বেইলী ব্রিজের স্থলে নতুন পাঁচটি গার্ডার ব্রিজ নির্মাণ এর দাবীতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায়  উপজেলার জগন্নাথকাঠি বন্দরে সর্বস্তরের জনগণ ও ব্যবসায়ীদের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
এতে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজি কামাল,  বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন ছালেহী, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা   এনায়েতুল্লাহ ফয়রাভী, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নেছারাবাদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল।
বক্তারা বলেন,মহাসড়কটি একলেন হওয়ার কারনে সড়ক দুর্ঘটনায় অনেক লোক মারা গেছে।  স্বরূপকাঠি শিল্পাঞ্চল হওয়ায় প্রতিদিন সড়কের উপর দাঁড়িয়ে  শত শত ট্রাক লোড-আনলোড করে।  এছাড়া ছারছীনা দরবার শরীফে বছরে তিনটি মাহফিল অনুষ্ঠিত হয়। তখন ওই রাস্তায় গাড়ি চলাচল বা পার্কিংএ রাখা সংকুলান হয় না। যে কারনে বরিশাল থেকে নেছারাবাদ উপজেলার আমড়াজুড়ি পর্যন্ত আঞ্চলিক সড়কটি দুইলেনে উন্নীতকরণ এবং সড়কের উপর স্থাপিত পাঁচটি অতি ঝুঁকিপূর্ণ বেইলী ব্রিজের স্থলে নতুন পাঁচটি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT