মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ  বিতরণ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ  বিতরণ - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ  বিতরণ

4:12 pm , June 26, 2025

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায়  বিনামূল্যে  সার, বীজ ও চারা   বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস  কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা  চন্দ্র শেখর বসু। উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রান্তিক কৃষকরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT