4:46 pm , June 25, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ “প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ”-এর ডাকে সারা দেশের প্রাথমিক সহকারী শিক্ষকগণ সফলতার সাথে পূর্ণদিবস কর্মবিরতি/কর্মসূচি পালন করেছেন। দেশের সকল প্রাথমিক শিক্ষক সংগঠনগুলো ঐক্য পরিষদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন এবং কোন কোন সংগঠন কর্মসূচি পালন করেছেন ও পালন করতে তাদের নির্দেশনা দিয়েছেন।একই সাথে দেশের সকল সংবাদ মাধ্যম সহোযোগিতা করেছেন।কর্মসূচি চলাকালীন সময়ে আমাদের কর্তৃপক্ষ আমাদের সাথে বৈঠক করেন। বৈঠকে আমাদের দাবির বিষয়ে খুবই আন্তরিকতা প্রকাশ করেন এবং দাবি বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করবেন বলে আমাদের আশ্বস্ত করেন। তাঁরা আমাদের কর্মবিরতি না করার জন্য অনুরোধ করেন। মাননীয় উপদেষ্টা ও মহাপরিচালক মহোদয়ের অনুরোধে আমরা আমাদের চলমান কর্মসূচি ২৫ জুন ‘২৫ ইং তারিখ পর্যন্ত স্থগিত করেন।বর্তমানে সচিব ও মহা পরিচালক মহোদয় দেশে নেই ২/৭/২৫ ইং তারিখ আমেরিকা থেকে আসবেন, ২৫ আগষ্ট আজ শেষ হয়েছে আপনাদের দাবি আদায় হয়নি এখন কি করবেন এই প্রশ্ন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি ওজোট নেতা মোঃ জহিরুল ইসলাম জাফর এর নিকট করা হলে তিনি জানান ইতি মধ্যে আমরা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সাথে বারং বার দাবি বাস্তবায়ন নিয়ে বৈঠকে বসেছি। আমরা দেখেছি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমাদের দাবী বাস্তবায়নে অত্যন্ত আন্তরিক। আমাদের নিয়ে অর্থ মন্ত্রণালেয়ের সাথে বৈঠক হবার কথা ছিল। কিন্তু পুরো সময়টা ছিল জুন মাস, তাই জাতীয় বাজেট নিয়ে মন্ত্রণালয় ব্যস্ত ছিল। দুই মন্ত্রণালয়ের সাথে আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে আমাদের বৈঠক হবার কথা রয়েছে। আশা করি আপনারা পাশে থাকলে আমাদের দাবি আদায়ে আমরা সক্ষম হবো।আপনারা জানেন, আমাদের তিন দফা দাবী বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তাবনা জনপ্রশাসন ও অর্থমন্ত্রনালয়ে প্রেরণ করেছেন।
আমরা চেয়েছি প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। কিন্তু প্রধান শিক্ষক পদ ২য় শ্রেণির গেজেটেড হওয়ায়, শতভাগ পদোন্নতি প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক । সেক্ষেত্রে আমাদের এই দাবিটায় সরকার ৮০% পদোন্নতি দিতে সম্মতি প্রদান করেছে। এখন এটা ভেটিং শাখায় আছে। ভেটিং শেষ হলে প্রজ্ঞাপন জারি হবে। যে মামলার জন্য দীর্ঘ দিন পদোন্নতি বন্ধ রয়েছে, সেই মামলাটির সমাধান আগামী মাসের ২ (দুই) তারিখে হবে বলে আমরা আশা রাখি। মামলার সমাধান হলে সারা দেশে দ্রুত গতিতে পদোন্নতি চালু হবে। ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রাপ্তি নিয়ে জটিলতা নিরসনের প্রস্তাব অর্থমন্ত্রণালয়ে বিবেচনার জন্য আছে। আমরা জানতে পেরেছি দ্রুত এটার সমাধান আসবে।
১১ তম গ্রেড বাস্তবায়নের প্রস্তাবনা অর্থমন্ত্রালয়ে প্রেরন করা হয়েছে। এবিষয়ের আমাদের সাথে আলোচনা চলছে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয়ের সাথে আমাদের শিক্ষক নেতৃবৃন্দের বৈঠকে কোন সিদ্ধান্ত আসতে পারে। তাছাড়া এবিষয়টি সরকারের সিদ্ধান্তের উপরও নির্ভর করে। তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য চেষ্টা করে যাচ্ছি।আমরা মনেকরি আমাদের মন্ত্রণালয় যেহেতু আমাদের দাবী বাস্তবায়নের জন্য আন্তরিকতার সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছেন। তাই, আমাদের আলোচনা ও কর্মসূচি একই সাথে চলবে। সংগঠন ঐক্য পরিষদ আমাদের তিনটি দাবী আদায়ে বদ্ধ পরিকর। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আন্দোলন সংগ্রাম ছাড়া প্রাথমিকে কোন দাবি কোন দিন বাস্তবায়ন হয়নি। তাই দেশের সকল সহকারী শিক্ষকদের অনুরোধ করছি দলমত নির্বিশেষে সকলে ঐক্য পরিষদের নি¤েœ ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করে দাবি আদায়ে সচেষ্ট হবেন। আমাদের কর্মসূচিঃ জুলাই বিপ্লব এর প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি জুলাই মাসে স্থগিত করে আগামী ৩০ আগস্ট, ২০২৫ তারিখ ঢাকায় মহাসমাবেশ।
এই মহাসমাবেশকে সফল ও স্বার্থক করতে – বিভাগীয় প্রতিনিধি সম্মেলন।১২ জুলাই, ২০২৫ চট্টগ্রাম বিভাগ,১৯জুলাই ২০২৫ সিলেট বিভাগ,২৬ জুলাই ২০২৫ খুলনা বিভাগ, ২ আগস্ট, ২০২৫ রাজশাহী ও রংপুর বিভাগ।
৯আগস্ট ২০২৫ বরিশাল বিভাগ।এই কর্মসূচি ঘোষণায় যারা মতামত দিয়েছেন তারা হলেন সংগঠন ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা তপন মন্ডল, শাহেনুর আক্তার, আনিসুর রহমান, মনির হোসেন, শাহিনুর আল আমিন, শামসুদ্দিন মাসুদ, সাবেরা বেগম,রাসেল কবির,নুরে আলম সিদ্দিকী রবিউল, অজিত পাল,এনামুল হক,শিরিন সুলতানা,ইলিয়াস,ওহাব সুমন,জাকির হোসেন প্রমুখ।