4:43 pm , June 25, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল বরিশাল জজ কোর্ট শাখার ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বরিশাল আইনজীবী সমিতির এনেক্স ভবনের ২য় তলায় বরিশাল বারের আইনজীবীদের নিয়ে ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল।
বরিশাল শাখার সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আ ন ম মহিউল ইসলাম তাহেদের সভাপতিত্বে ও অ্যাডভোকেট আবুল খায়ের শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মু. বাবর এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুল জব্বার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলার সিনিয়র আইনজীবী এ্যাড. আবদুল খালেক, এ্যাড.মজিবর রহমান নান্টুসহ বিজ্ঞ আইনজীবীরা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন এ্যাড. সালাউদ্দিন মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, আল্লাহকে খুশি করতে হলে মানবজাতির কল্যানের জন্য কাজ করতে হবে। সর্ব অবস্থায় সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধ করতে হবে। দুনিয়ার জীবনেই মানুষের জন্য শেষ কথা নয়, আমরা মুসলমান হিসেবে দৃঢভাবে বিশ্বাস করি আখেরাতে আদালতে আমাদের সবাইকে জবাবদিহিতা করতে হবে এই মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এই বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে।
তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সর্বক্ষেত্রে দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজন। সকল অফিস থেকে সুদ-ঘুষ দূর করতে সৎ লোকদের নেতৃত্বে আনতে হবে। যতদিন পর্যন্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা না যাবে ততদিন পর্যন্ত সমাজে শান্তি ফিরে আসবে না। আগামীর বাংলাদেশ গঠনে বরিশাল বারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।