4:24 pm , June 25, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার পশ্চিম কর্ণকাঠি গ্রামে সড়কের উপর বেড়া দিয়ে পাকাকরণ কাজ বন্ধ করে দিয়েছে একটি প্রভাবশালী পরিবার। এতে রাস্তা দিয়ে চলাচলকারী গ্রামবাসীরা ভোগান্তিতে পড়েছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পশ্চিম কর্ণকাঠি গ্রামের মরহুম শাহ আলম খান সড়কের সংযোগ সড়কটি হলো ফজলুল হক খান সড়ক। ২০১৮ সালে সড়কটিতে ফজলুল হক খানের ছেলে সফিকুল ইসলাম খান ইট বিছিয়ে দেয়। তাই বর্ষায় মানুষ স্বাচ্ছন্দ্যে সড়ক দিয়ে চলাচল করতে পারতো। বর্তমানে সরকারি অর্থায়নে সড়কটি পাকাকরণ কাজ শুরু করা হয়েছে। কিন্তু স্থানীয় প্রভাবশালী শহিদুল ইসলাম ও তার ছেলে মুন্না খান সড়কের মধ্যে তাদের জমি রয়েছে বলে দাবি করে। পরে তাদের দাবি করা জমিতে বেড়া দিয়ে দেয়। এতে অর্ধেক সড়কে ইট বিছানোর পর কাজ বন্ধ হয়ে আছে। বর্ষা মৌসুম হওয়ায় সড়ক কর্দমাক্ত হয়ে পড়েছে। সেই সড়ক দিয়ে চলতে গিয়ে ভোগান্তিতে রয়েছে গ্রামবাসী।
এলাকাবাসী বলেন, এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করে। বৃষ্টি হলে রাস্তায় পানি জমে থাকে কাঁদা হয়। রাস্তাটা পাকা হচ্ছে সেটা আমাদের জন্য খুব আনন্দের খবর ছিল। কিন্তু এভাবে প্রভাব খাটিয়ে রাস্তার কাজটা বন্ধ করে রাখলে আমাদের সাধারণ মানুষের জন্য খুবই দুর্ভোগ হবে।
এলাকাবাসী সোহাগ খান বলেন, আমি সকালে অফিসে যাওয়ার সময় দেখে গেছি রাস্তায় কাজ চলছে। কিন্তু এখন দেখি রাস্তার কাজ অর্ধেক অবস্থায় বন্ধ করা এবং রাস্তায় বেড়া দিয়ে আটকে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য জুয়েল হাওলাদার বলেন, আমি এসে দেখি রাস্তার কাজ বন্ধ। সাথে রাস্তায় বেড়া দিয়ে আটকানো।