বাকেরগঞ্জে আসমা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন বাকেরগঞ্জে আসমা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন - ajkerparibartan.com
বাকেরগঞ্জে আসমা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

4:24 pm , June 25, 2025

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে গৃহবধূ আসমা বেগমের হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫ টায় কলসকাঠী বাজারে এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা  ইউসুফ সরদার, মাওলানা মিজানুর রহমান, মাসুদ হাওলাদার, হায়দার সরদার, কামাল হাওলাদার, মৌসুমী আক্তার, সাকিবা আক্তার, পারভীন বেগম।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ জুন মঙ্গলবার সন্ধ্যায় আসমা বেগমকে তার নিজ বাসায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরদিন ১৮ জুন নিহতের পুত্র আছিম বিল্লাহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ দুইজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করে। গত এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রকৃত আসামীরা গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলন করার হুশিয়ারী দেন বক্তারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT