কচা নদী থেকে গুড়া মাছ সহ নেট বাঁধা জাল জব্দ কচা নদী থেকে গুড়া মাছ সহ নেট বাঁধা জাল জব্দ - ajkerparibartan.com
কচা নদী থেকে গুড়া মাছ সহ নেট বাঁধা জাল জব্দ

4:23 pm , June 25, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীর শাপলাজা খালের মোহনায় কচা নদীতে মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে ছোট প্রজাতির মাছ ধ্বংসে ব্যবহৃত নিষিদ্ধ ২টি নেট বাঁধা জালসহ প্রায় ১০ মন গুড়া মাছ জব্দ করেছে।
বুধবার  দুপুরে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাসিয়া এলাকার কচা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।তিনি বলেন, অভিযান টের পেয়ে জাল ফেলে জেলেরা পালিয়ে যায়। পরে নদী থেকে ২টি অবৈধ নেট বাঁধা জাল জব্দ করা হয়।
জাটকা সংরক্ষণে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত গুড়া মাছ কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT