আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ ছাড়লো বিএম কলেজের শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ ছাড়লো বিএম কলেজের শিক্ষার্থীরা - ajkerparibartan.com
আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ ছাড়লো বিএম কলেজের শিক্ষার্থীরা

4:22 pm , June 25, 2025

পরিবর্তন ডেস্ক ॥ আবাস সংকট দূর করা সহ পাঁচ দফা দাবিতে পূরনের শর্তে সড়ক অবরোধ থেকে সরে এসেছে শিক্ষার্থীরা।পাশাপাশি দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়নের দাবি জানান। এর আগে গতকাল বুধবার সকাল ১০ টায় কলেজের জিরো পয়েন্টে জড়ো হয় শিক্ষার্থীরা। তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে এসে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। পরে বেলা ১১ টায় বিএম কলেজের সামনের সড়ক অবরোধ করে। এতে নগরীর নতুন বাজার থেকে নথুল্লাবাদ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।শিক্ষার্থীরা জানান, বিএম কলেজে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশুনা করছে। অথচ তাদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যাবস্থা নেই। যা রয়েছে তার অবস্থাও বেহাল। বৃষ্টি হলে কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই তারা জলাবদ্ধতা নিরসন করে রাস্তা ড্রেন সংস্কারের দাবি জানান। এছাড়া শিক্ষার্থীরা মাঠ ভরাট, কলেজের অডিটোরিয়াম সংস্কার, বিভিন্ন ডিপার্টমেন্ট এর সংস্কার ও শিক্ষক সংকট দূর করে পর্যাপ্ত শিক্ষক নিয়োগেরও দাবি তুলে ধরেন।কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. তাইজুল ইসলাম জানিয়েছেন, তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তিন দিনের সময় চেয়েছেন। বিষয়টি সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।পরে বেলা ৩টায় শিক্ষার্থীরা জানান, যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে তত দিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অধ্যক্ষের অনুরোধ আপাতত ৩ কার্য দিবসের সময় দেয়া হয়েছে। দ্রুত দাবিগুলো মানার দাবি জানান তারা। সংশ্লিষ্ট কতৃপক্ষ কার্যক্রম শুরু না করা পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে দাড়াবে না। পাশাপাশি কলেজ শাট ডাউন ঘোষণা করেন তারা। এ সময় ভর্তি কার্যক্রম বাদে সকল ডিপার্টমেন্ট ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তারা। পরে সড়ক অবরোধ ছেড়ে দেয় তারা। এ সময় যানচলাচল স্বাভাবিক হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT