মাধবপাশায় রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন মাধবপাশায় রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন - ajkerparibartan.com
মাধবপাশায় রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

4:22 pm , June 25, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের খেয়াঘাট ব্রিজ থেকে মুশুরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রর্যন্ত ৪ কিলোমিটার  ইটের রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বরাবর স্বারকলিপি প্রদান করেন এলাকার লোকজন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাধবপাশা ইউনিয়নের খেয়াঘাট ব্রিজ থেকে মুশুরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার মধ্যে রয়েছে। বৃষ্টির সময় রাস্তায় পানি জমে যায়। জনদুর্ভোগ লাঘব করতে দ্রুত পাকা সড়ক নির্মানের দাবি জানিয়েছেন  এলাকাবাসী।
এ সময় বক্তব্য রাখেন মাধবপাশা ইউপি এর সদস্য রেখা বেগম, স্থানীয় বাসিন্দা জাকির তালুকদার, পলাশ হাওলাদার, মান্নান হাওলাদার, কবির খান, রিয়াজ হোসেন, ফরিদ মাঝি, সবুজ ফরাজী, এনায়েত খান, জামাল খান, সুমন হাওলাদার, মো: মামুন, নজরুল ইসলাম খান, এরশাদ ইমাম প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT