জলাতঙ্ক নির্মূলে ব্যাপকহারে কুকুরের টিকাদানের উদ্যোগ জলাতঙ্ক নির্মূলে ব্যাপকহারে কুকুরের টিকাদানের উদ্যোগ - ajkerparibartan.com
জলাতঙ্ক নির্মূলে ব্যাপকহারে কুকুরের টিকাদানের উদ্যোগ

4:22 pm , June 25, 2025

বিসিসির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ॥ জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে মাসব্যাপী ব্যাপকহারে কুকুরের টিকাদান কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।গতকাল বুধবার বিকেলে নগরভবন প্রবেশমুখে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্ধোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী। সংক্ষিপ্ত আয়োজনে তিনি বলেন, জলাতঙ্ক রোগ নির্মূলের জন্য কুকুরের টিকাদান কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি রোগটি ছড়িয়ে পড়া থেকে রক্ষা করে এবং মানব স্বাস্থ্যের সুরক্ষায় সহায়তা করে।জলাতঙ্ক একটি মারাত্মক রোগ, যা জধনরবং ভাইরাস দ্বারা সৃষ্ট এবং সাধারণত কুকুর কামড়ালে মানুষের মধ্যে ছড়ায়। এই রোগটি নির্মূল করার জন্য, ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য হল, কুকুরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা, যাতে তারা রোগাক্রান্ত না হয় এবং মানুষের মধ্যে রোগ ছড়ানোর ঝুঁকি কমে যায়। প্রধান নির্বাহী কর্মকর্তা জলাতঙ্ক থেকে নগরবাসীকে মুক্ত রাখতে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের পক্ষ থেকে কুকুরের টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসানউদ্দিন রোমেল জানান, নগরীর ৩০টি ওয়ার্ডে ব্যাপকহারে কুকুরের টিকাদানের (এমডিভি) উদ্যোগ নেয়া হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন এ কার্যক্রম বাস্তবায়ন করবে। বিসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. মঞ্জুরুল ইসলাম শুভ্র,, আগে কুকুরে কামড়ানোর পর আক্রান্ত মানুষকে চিকিৎসা দেয়া হতো। নাভির চারপাশে ১৪টি ইনজেকশন দেয়া হতো। যা ছিলো খুবই কষ্টের। বর্তমানে কুকুরে কামড়ালে ঘটনার দিন, তৃতীয় দিন ও সপ্তম দিন মোট তিনটি ইনজেকশন দেয়া হয়। সময়ের প্রয়োজনে কুকুরকে নির্বিষ করতে ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রম এমডিভি শুরু করা হয়। তারই ধারাবাহিকতায় নগরব্যাপী কুকুরের টিকা দেয়া হবে। গতকালের উদ্ধোধনী অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের সচিব রুম্পা সিকদার, ডা. মঞ্জুরুল ইসলাম শুভ্র, ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলামসহ কার্যক্রম বাস্তবায়নকারী সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT