জর্ডন রোডে ৭ টন সরকারি চাল পাচারের সময় আটক করলো জনতা জর্ডন রোডে ৭ টন সরকারি চাল পাচারের সময় আটক করলো জনতা - ajkerparibartan.com
জর্ডন রোডে ৭ টন সরকারি চাল পাচারের সময় আটক করলো জনতা

4:47 pm , June 24, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে তিন ট্রাক চাল কালোবাজারে পাচারের সময় আটক করেছে জনতা। পরে পুলিশ এসে চাল ভর্তি ট্রাক তিনটিকে জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান। তিনি বলেন, নগরীর জর্ডন রোডে চাল ভর্তি তিনটি ট্রাক আটক করে স্থানীয়রা। তাঁরা থানায় খবর দিলে ঘটনাস্থলে সাব-ইন্সপেক্টর রুনু সরকার গিয়ে ট্রাক তিনটিকে জব্দ করে থানায় এনেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। জর্ডন রোডের বাসিন্দা মোস্তাফিজুল আলম সজিব বলেন, গতকাল সন্ধ্যায় দেখতে পাই জর্ডন রোডে বসে সরকারি চালের বস্তা এক ট্রাক থেকে আরেক ট্রাকে অদলবদল করছে। তখন তাদের কাছে জানতে চাই এগুলো কিসের চাল এবং কোথায় যাবে?। তখন ট্রাক চালক ও তাদের সাথে থাকা সদস্যরা একেকজন একেক বক্তব্য দিচ্ছে। তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ আসার পর জানতে পারি এগুলো ওএমস’র চাল। যেটা বরিশাল সরকারি খাদ্য গুদাম থেকে বের করে পটুয়াখালীতে নিয়ে যাওয়া হচ্ছিলো। তিনটি ট্রাকে মোট সাতটন চাল ছিলো।
ঘটনাস্থলে যাওয়া সাব-ইন্সপেক্টর রুনু সরকার বলেন, স্থানীয়দের দেয়া চাল পাচারের খবর শুনে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ট্রাক চালকদের কথা সন্দেহজনক মনে হওয়ায় ট্রাক ভর্তি চাল জব্দ করে থানায় নিয়ে যাই। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য সরকারি খাদ্য গুদামের কর্মকর্তাদের যোগসাজসে এ ধরনের চাল পাচারের ঘটনা প্রায়ই ঘটলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এই ঘটনার সাথে জড়িতরা বেশিরভাগ সময়ই ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT