4:47 pm , June 24, 2025

পরিবর্তন ডেস্ক ॥ সোমবার বিকেলে বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে ঘটে গেল এক অনন্য ঘটনা। জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার প্রসূতি আঁখি আক্তার একসাথে জন্ম দিয়েছেন তিন সন্তান। হাসপাতাল সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা মোঃ ইকবাল হোসেনের স্ত্রী আঁখি আক্তার সোমবার পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ তাহুরা আক্তারের কাছে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, আঁখি আক্তারের গর্ভে রয়েছে তিনটি সন্তান এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।এ অবস্থায় ঝুঁকি নিয়েই ডাঃ তাহুরা আক্তার অত্যন্ত দক্ষতার সাথে আঁখির তাৎক্ষণিক সিজারিয়ান অপারেশন করেন।এবং জন্ম নেয় দুই কন্যা ও এক পুত্র সন্তান। বর্তমানে মা ও তিন সন্তানই সুস্থ অবস্থায় হাসপাতালের ৮১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছে।শিশুদের বাবা মোঃ ইকবাল হোসেন বলেন, “আল্লাহর উপর ভরসা রেখে আমাদের বিশ^াস ছিলো ডাঃ তাহুরার তত্ত্বাবধানে অপারেশন হলে আমার স্ত্রী ও সন্তানেরা নিরাপদ থাকবে।সবশেষ তাই প্রমাণিত হয়েছে। এর জন্য আমার পরিবার আল্লাহর দরবারে শুকরিয়া এবং ডাঃ তাহুরাকে ধন্যবাদ জানাই।” এদিকে রাহাত আনোয়ার হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এমন একটি সফল ও মানবিক চিকিৎসা অভিজ্ঞতার অংশ হতে পেরে আমরা সত্যিই আনন্দিত।