ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন চাইছেন ৬ জন ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন চাইছেন ৬ জন - ajkerparibartan.com
ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন চাইছেন ৬ জন

4:43 pm , June 24, 2025

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিবেদক ॥ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন চাইছেন ৬ জন। এরা হলেন :  নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি, সাবেক ছাত্রনেতা ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সদস্য সাবেক ছাত্র নেতা মো: হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো: রফিকুল ইসলাম জামাল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জাতীয়তাবাদী তরুণ দলের উপদেষ্টা মো: জাকারিয়া লিংকন, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্ণেল মোস্তাফিজ, জাতীয়তাবাদী গবেষনা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম।
নির্বাচনকে সামনে রেখে সেলিম রেজার নেতৃত্বে ৫জন নেতা জোট বেধে মাঠে নেমেছেন। তারা হলেন গোলাম আযম সৈকত, জাকারিয়া লিংকন, রফিকুল ইসলাম রফিক ও কর্ণেল মোস্তাফিজ। এরা রফিকুল ইসলাম জামালের বিপক্ষে নির্বাচনী প্রচার প্রচারনা চালাচ্ছেন।  ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী, গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণে রাজাপুর ও কাঠালিয়ায় ব্যাপক কার্যক্রম চালিয়েছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো: হাবিবুর রহমান সেলিম রেজা। তিনি রাজাপুরের নৈকাঠি নির্বাচনী কার্যালয়ে ঈদ পুনর্মিলনী, দলীয় নেতাকর্মীদের নিয়ে মধ্যাহ্নভোজ ও মতবিনিয়সহ নানা কার্যক্রম পরিচালনা করেছেন। করোনা এবং অন্যান্য সময় দলের তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকার কারণে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন মো: হাবিবুর রহমান সেলিম রেজা। অপরদিকে রফিকুল ইসলাম জামাল এককভাবে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
এদিকে যুক্তরাজ্য প্রবাসী  ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম রাজাপুর-কাঠালিয়ায় ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণ করে পূর্ব পরিচিতি লাভ করেছেন। তিনি তার এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ নানা রকম সামাজিক কাজের মাধ্যমে জনগনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন।
জোটবদ্ধ ৫ নেতার মধ্যে সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত তার নির্বাচনী এলাকায় ব্যানার ফেস্টুন ও গণসংযোগ করে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন।
বিএনপি নেতা হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই মিলে তার নির্বাচন করবো। আমরা ধানের শীষের প্রার্থীর নির্বাচন করবো। তিনি জনগণকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে শান্তি ও সমৃদ্ধি ঘটবে। ফ্যাসিবাদী সরকারের কারণে আমার মায়ের জানাজা-দাফনে অংশগ্রহন করতে পারিনি।
ওয়াশিংটন ডিসিতে আমি শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসুচী পালন করায় আওয়ামী সরকারের রোষানলে পড়েছিলাম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT