4:43 pm , June 24, 2025

বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক
খবর বিজ্ঞপ্তি ॥ সারাদেশে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সাংবাদিক সংগঠন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা অনুসন্ধ্যানী সাংবাদিকতার সুপরিচিত মুখ সাইদুর রহমান রিমন, আহবায়ক মো. রায়হান ও সদস্য সচিব আল্পনা বেগম এক যুক্ত বিবৃতিতে বিএসসি’র অন্যতম যুগ্ম আহবায়ক চট্টগ্রামের সাংবাদিক নেতা (সভাপতি, সিআরএ) সোহাগ আরেফিনের বিরুদ্ধে সম্প্রতি একটি কুচক্রী মহলের ঘৃণ্য ও মানহানীকর অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সাংবাদিক নেতাদের সাক্ষরিত ওই যুক্ত বিবৃতিতে বলা হয়, সাংবাদিকতা পেশায় সোহাগ আরোফিন চট্টগ্রামের একজন সুপরিচত গণমাধ্যমকর্মী এবং সক্রিয় ও দক্ষ সংগঠক।
তিনি তাঁর সাংবাদিকতা জীবনে এ পর্যন্ত কোন রাজনৈতিক দলের অন্ধ সমর্থক হয়ে কখনও ‘দলকানা’ হিসেবে লেজুরবৃত্তি ও সুযোগ সুবিধা গ্রহণ করেননি।
তবে পেশাগত কারণে দেশের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, আমলা, উকিল, পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে হয়তো সৌজন্য সাক্ষাৎকালে সেসময় তোলা নানা ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে।
সম্প্রতি সেইসব ছবিকে পুঁজি করে একটি কুচক্রী মহল সাংবাদিক নেতা সোহাগ আরেফিনকে ‘আওয়ামী লীগের দোসর’ ট্যাগ লাগিয়ে তখনকার তোলা ছবিগুলো নতুন করে ফেসবুকে প্রচার করে কুৎসিৎভাবে বিভিন্ন প্রোপাগা-া চালাচ্ছে, যা খুবই দু:খজনক ও অনভিপ্রেত।
এমতাবস্থায় বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি তথা বিএসসি নেতৃবৃন্দ তাঁদের ওই যুক্ত বিবৃতিতে এসব প্রোপাগান্ডার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এসব অপপ্রচারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে ‘যথাযথ’ আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য বর্তমান নির্দলীয় অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।