4:40 pm , June 24, 2025

কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীর লোন্দা গ্রামে শিক্ষার্থী তারেক মৃধার সঙ্গে বিয়ের দাবিতে ওই বাড়ির সামনে অবস্থান নিয়েছে প্রেমিকা শিক্ষার্থী সারামনি জান্নাতি। মঙ্গলবার সকাল দশটার দিকে সারামনি অবস্থান নেয়। এ সময় তাকে সরাতে তারেকের স্বজনরা টানাহেঁচড়া করে বলে অভিযোগ করা হয়েছে। সারামনির বাড়ি কলাপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের চিংগুরিয়া এলাকায়। সারামনির দাবি, এক বছর আগে কলাপাড়া শহরে বৈশাখী মেলায় তাদের পরিচয়। এরপর নানা কৌশলে তারেক তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারা বরিশালে এবং কুয়াকাটায় স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন জায়গায় অবস্থান করেন। সবশেষে ৩১ মে বরিশালে গিয়ে তারা একত্রে অবস্থান করে বলে সারামনির দাবি। এরপর সারামনি তাকে বিয়ের জন্য তারেককে চাপ প্রযোগ করেন। কিন্তু গত ৪-৫ দিন ধরে তারেক তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। বাধ্য হয়ে মঙ্গলবার সকালে ওই বাড়িতে অবস্থান নেয় সারামনি। তাকে বিয়ে না করলে আত্মহননের হুমকি দেওয়া হয়েছে। সারামনির দাবি সব বিষয় তারেকের বাবা-মা আগেই জানতেন।
সারামনি আরও জানান, এনিয়ে আগে কলাপাড়া পৌর শহরে বিএনপির এক নেতার বাসায় সালিশ বৈঠক পর্যন্ত হয়েছে। কিন্তু কোন সমাধান হয়নি। আগেও বিয়ের দাবি নিয়ে ওই বাড়িতে গেলে বুঝিয়ে পাঠানো হয়। এরপর সালিশ বৈঠক বসে।
সারামনি এইচএসসি পাস করে অনার্সে ভর্তির চেষ্টা করছেন বলে জানান। আর তারেক বরিশাল থেকে ইঞ্জিনিয়ারিংএ ডিপ্লোমা করেছেন বলে সারামনির দাবি। তারেকের বাবা ফারুক মৃধা দাবি করেন, ‘ওই মেয়ের সকল ধরনের কথা ও দাবি মিথ্যা। তার ছেলের আগেই অন্যত্র বিয়ে হয়েছে।’ ওই পরিবারের অন্য একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই মেয়ের আগেই অন্যত্র বিয়ে হয়েছিল। সেখানে ডিভোর্স হয়ে গেছে। ওই কথা গোপন করে তারেকের সঙ্গে প্রেমের সম্পর্ক করে । তবে সারামনির দাবি তার আগে বিয়ে হয়নি।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠিয়েছেন। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।