4:24 pm , June 24, 2025

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ সারাদেশের ন্যায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবী বাস্তবায়ন এর লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
অবস্থান কর্মসূচিকে সমর্থন জানিয়ে এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমরানুর রহমান, মেডিকেল অফিসার অসীম শিকদার, এমটি (ইপিআই) আবুল বাসার, সংগঠনের বরিশাল জেলার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) রাশিদা ইয়াছমিন, সংগঠনের উপজেলা সভাপতি মিজানুর রহমান লিখন ও সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম।