নলছিটিতে মাদকসহ যুবক আটক নলছিটিতে মাদকসহ যুবক আটক - ajkerparibartan.com
নলছিটিতে মাদকসহ যুবক আটক

4:23 pm , June 24, 2025

নলছিটি প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ  আরিফ বিল্লাহ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে পৌর শহরের খাসমহল এলাকার মুরগির বাজার সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  আব্দুস সালাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই করুন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালানোর চেষ্টা করলে আরিফ বিল্লাহকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫১ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭০ হাজার ১০ টাকা জব্দ করা হয়।
আরিফ বিল্লাহ খাসমহল এলাকার মৃত ওয়াহেদ খলিফার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, পালাতক রবিউল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করেছিল বিক্রয়ের উদ্দেশ্যে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও নগদ অর্থসহ এক আসামিকে আটক করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT