বরিশালে অলিম্পিক ডে উদ্যাপন বরিশালে অলিম্পিক ডে উদ্যাপন - ajkerparibartan.com
বরিশালে অলিম্পিক ডে উদ্যাপন

4:23 pm , June 24, 2025

নিজস্ব প্রতিবেদক  ॥ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘লেটস্ মুভ’ প্রতিপাদ্যে বরিশাল ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অলিম্পিক ডে উদ্যাপন করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরিশাল স্টেডিয়ামে শেষ হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)  সোহরাব হোসেনের নেতৃত্বে র‌্যালিতে সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান, সহকারী কমিশনার জাহিদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য (ক্রিকেট প্রতিনিধি) মো. সাইফুল ইসলাম বাশারসহ অনেকে অংশগ্রহণ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT