4:19 pm , June 23, 2025

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
নিহত গৃহবধু আসমা বেগম (৫৫) উপজেলার কলসকাঠী গ্রামের আবুল হোসেনের স্ত্রী। গ্রেপ্তারকৃতরা হলেন-একই গ্রামের জালাল হাওলাদার এর ছেলে মোস্তফা হাওলাদার (৪০) ও তার ছেলে শফিকুল ইসলাম (১৫)। পুলিশ সূত্রে জানা যায়, জমি বিরোধকে কেন্দ্র করে নিহত আসমা বেগমের স্বামী আবুল হোসেনের সঙ্গে আসামি মোস্তফা হাওলাদারের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার (১৭ জুন) মাগরিবের নামাজের সময় আসমা বেগমকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় আসামিরা।
নিহতের স্বজনরা জানান, স্বামী আবুল হোসেনকে মোবাইল ফোনে তার আহত স্ত্রী আসমা বেগম শেষবারের মতো দেখে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তিনি বাসায় গিয়ে তার স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় ১৮ জুন নিহতের ছেলে আছিম বিল্লা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার ৫ দিনের মাথায় দুইজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।