বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত - ajkerparibartan.com
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

4:18 pm , June 23, 2025

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ  তথ্য জানানো হয়।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কমিটির বিরুদ্ধে গঠিত তদন্ত টিমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করে ফ্যাসিস্টিবিরোধীদের নিয়ে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলো’। চিঠিতে উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদারকে আহ্বায়ক, সদস্য সচিব কিংবা যুগ্ম-আহ্বায়কের মত গুরুত্বপূর্ণ পদে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগকারী দুই বিএনপি নেতা আব্দুল মালেক সিকদার ও শওকত হোসেন হাওলাদারকেও কোনো গুরুত্বপূর্ণ পদে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান বলেন, কেন্দ্র থেকে নির্দেশনামূলক একটি চিঠি তাকে দেওয়ার কথা শুনেছেন। এ সংক্রান্ত কোনো চিঠি এখন পর্যন্ত হাতে পাননি।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, বাকেরগঞ্জে আওয়ামী পুনর্বাসনের মহোৎসব চলছিল। সেখানে ক্ষমতার অপব্যবহার করে কমিটি করা হয়েছিল। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট দোসরদের পুনবার্সন করলে দল যে ছেড়ে দেবেনা, তার অন্যতম উদাহরণ বাকেরগঞ্জ। আগামীতে নতুন কমিটিতে আওয়ামী দোসররা ঠাঁই পাবে না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT