4:17 pm , June 23, 2025

পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল নগরীর ব্যস্ততম প্রধান সড়কগুলো ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা।গতকাল সোমবার বেলা ১১ টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচির আয়োজন করে পায়ে চালিত রিকশা শ্রমিক ইউনিয়ন।এসময় উপস্থিত ছিলেন পায়ে চালিত রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ধলু মিয়া, সাধারণ সম্পাদক চান মিয়া, সহ-সাধারণ সম্পাদক আবু কালামসহ নেতৃবৃন্দ।এসময় তারা বলেন, সদর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচলের ওপর বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগের নিষেধাজ্ঞা থাকলে তা মানা হচ্ছে না বরং সদর রোডসহ সর্বত্র অবাধে লাইসেন্সবিহীন এসব রিকশা চলাচল করছে।কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি ছিল- বরিশাল মহানগরের সদর রোড, লাইন রোড, কাটপট্টি রোড,গির্জা মহল্লা রোড, চকবাজার রোড ও কাকলির মোড় থেকে সিটি করপোরেশনসহ ব্যস্ততম সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল বন্ধ করতে হবে।বক্তারা বলেন, ব্যাটারি চালিত অটোরিক্সার কারণে প্যাডেল বা পায়ে চালিত সিটি করপোরেশনের লাইসেন্সযুক্ত রিকশা চালকদের অনেক অসুবিধা হচ্ছে। পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিক্সার কারণে শহরে যানজট সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটছে।বক্তারা বলেন, ঢাকাসহ অন্যান্য শহরের প্রধান সড়কগুলোতে এসব রিকশা চলাচল বন্ধ থাকলেও বরিশালে দিনে দিনে ব্যাটারি চালিত অটোরিক্সার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন স্থানে নিষিদ্ধ হলেই সেই ব্যাটারি চালিত অটোরিক্সা বরিশাল শহরে নিয়ে এসে চালনা করা হচ্ছে। অবিলম্বে বরিশালের ৫ টি সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে, নয়তো কঠোর আন্দোলন করা হবে।