3:59 pm , June 23, 2025

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আখতার এর কন্যা শারমিন আক্তার কানাডা থেকে পিএইচডি (ডক্টর অফ ফিলোসোফি) অর্জন করেছে। শারমিন আক্তার গত ১ মার্চ কানাডার অটোয়ার কার্লিটন ইউনিভার্সিটি থেকে ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড কমিউনিকেশনে পিএইচডি (ডক্টর অফ ফিলোসোফি) অর্জন করে। ২১ জুন কার্লিটন ইউনিভার্সিটি, অটোয়া, কানাডা’র ভাইস-চান্সেলর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উক্ত পিএইচডি ডিগ্রি’র সনদ প্রদান করেন। লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আখতার ও খালেদা আক্তারের বড় মেয়ে শারমিন আক্তারের জন্য দোয়া কামনা করেছেন পরিবার।