3:59 pm , June 23, 2025

পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটায় দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল সোমবার উপজেলার সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দ্বিতীয় তলায় নৌবাহিনীর নিজস্ব চিকিৎসকরা একদিনের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্প করেন।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকা-ের অংশ হিসেবে বরগুনা নৌবাহিনী কন্টিনজেন্টের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার প্রায় তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগ সম্পর্কেও রোগীদের পরামর্শ প্রদান করেন । চিকিৎসা নিতে আসা অনেক রোগী জানান, বরগুনা জেলায় ডেঙ্গু রোগের এখন মহামারী চলছে। এই সময় নৌ বাহিনীর চিকিৎসা পেয়ে প্রান্তিক মানুষের খুব উপকার হয়েছে।