3:58 pm , June 23, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে আদি নিশি কুন্ডু মিষ্টান্ন ভান্ডারে নিরাপদ খাদ্য অধিদপ্তর পিরোজপুর জেলা কর্মকর্তা শামীম আহমেদ ও তার টিম অভিযান পরিচালনা করেন। এসময় গরুর দুধের ঘি পরীক্ষা করলে তা ভেজাল প্রমাণিত হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা কে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোকানের মালিক চিত্তরঞ্জন কুন্ডকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের কারাদ- এর আদেশ প্রদান করেন। অভিযুক্ত ব্যবসায়ী অপরাধ স্বীকার করে এক লাখ টাকা নগদ জরিমানা প্রদান করে মুক্তি লাভ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিরাপদ খাদ্য কর্মকর্তা সকলের উদ্দেশ্যে বলেন, ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।