উজিরপুরে হতাশাগ্রস্ত হয়ে সংবাদকর্মীর আত্মহত্যা উজিরপুরে হতাশাগ্রস্ত হয়ে সংবাদকর্মীর আত্মহত্যা - ajkerparibartan.com
উজিরপুরে হতাশাগ্রস্ত হয়ে সংবাদকর্মীর আত্মহত্যা

4:29 pm , June 22, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ হতাশাগ্রস্ত হয়ে শাওন চক্রবর্তী নামে এক সংবাদকর্মী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল গ্রামে। রোববার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওন চক্রবর্তী (৩২) মারা যায়।
মৃত শাওন চক্রবর্তী ওই গ্রামের কুটিশ্বর চক্রবর্তীর ছেলে। সে উজিরপুর পৌর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও উপজেলা পুরোহিত কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আর্থিক দৈন্যতায় এক পুত্র সন্তানের জনক শাওন চক্রবর্তী বেশ কয়েকদিন থেকে চরম হতাশাগ্রস্ত ছিলেন। শনিবার দিবাগত রাতে পরিবারের সবার অজান্তে শাওন চক্রবর্তী কীটনাশক পান করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা  তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রোববার ভোরে সে মৃত্যুবরণ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT