4:28 pm , June 22, 2025

বরিশালের নাছিমউল আলম যুগ্ম আহবায়ক
পরিবর্তন ডেস্ক ॥ দৈনিক ইনকিলাব ব্যুরো চীফ ফোরামের বিশেষ সভা রবিবার বিকেল সাড়ে চারটায় ইনকিলাব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী ব্যুরো চীফ রেজাউল করিম রাজু এবং সভা সঞ্চালনা করেন বরিশাল ব্যুরো চীফ নাছিমউল আলম। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইনকিলাবের রাজশাহীর ব্যুরো চীফ রেজাউল করিম রাজুকে আহবায়ক ময়মনসিং ব্যুরো চীফ মোঃ শামসুল আলম খানকে সদস্য সচিব ও বরিশাল ব্যুরো চীফ নাছিম-উল আলমকে যুগ্ম আাহবায়ক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্যরা হলেন, চট্টগ্রাম ব্যুরো চীফ শফিউল আলম, বিশেষ সংবাদদাতা রফিকুল ইসলাম সেলিম, কক্সবাজার ব্যুরো চীফ শামসুল হক সারেক, দিনাজপুর অফিসের মাহফুজুল হক আনার, বগুড়া ব্যুরো চীফ মহসিন আলী রাজু, সিলেট ব্যুরো চীফ ফয়সাল আমীন, খুলনা ব্যুরো চীফ আসাফুর রহমান কাজল, নোয়াখালীর এহসানুল আলম খসরু ও যশোর ব্যুরো চীফ সাহেদ রহমান। সভায় নেতৃবৃন্দ বলেন, দৈনিক ইনকিলাব দেশের শীর্ষ জাতীয় দৈনিক। ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গঠনে শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেই লক্ষ্যে ইনকিলাবের সকল সাংবাদিকদেরকে আরো গতিশীল কার্যক্রম চালাতে হবে। একই সাথে নব উদ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।