পাঁচ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন পাঁচ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
পাঁচ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

4:27 pm , June 22, 2025

পরিবর্তন ডেস্ক ॥ দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১ টায় বরিশাল প্রেসক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটি।সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, গণঅভ্যুত্থানের ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি সরকার। ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করা হচ্ছে।এসময় তারা আগামী সাত কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান। একইসঙ্গে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবি কি-না, সে সিদ্ধান্ত ইসির। প্রধান উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাহারসহ গণহত্যার সঙ্গে জড়িত খুনিদের দৃশ্যমান বিচার করা, আওয়ামী লীগের দোসরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ। এসময় সংগঠনের জেলার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT