র‌্যাবের অভিযানে গ্রেফতার দুর্ধর্ষ জলিল ডাকাত র‌্যাবের অভিযানে গ্রেফতার দুর্ধর্ষ জলিল ডাকাত - ajkerparibartan.com
র‌্যাবের অভিযানে গ্রেফতার দুর্ধর্ষ জলিল ডাকাত

4:26 pm , June 22, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ একাধিক মামলার আসামী দুর্ধর্ষ জলিল ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার র‌্যাব-৮ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ আঃ জলিল খাঁন (৪০) বরগুনার বেতাগী থানার হোসনাবাদ গ্রমের আলী আকবর খাঁন এর ছেলে। র‌্যাবের সূত্র জানায়, গত ৮ এপ্রিল গভীর রাতে মঠবাড়িয়া থানাধীন সৌদি প্রবাসীর বাড়িতে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ, ২৯ ভরি স্বর্ণালঙ্কার, ২টি স্মার্টফোন এবং ১টি ল্যাপটপসহ মোট আনুমানিক পঁয়তাল্লিশ লক্ষ বিশ হাজার টাকার সম্পদ লুট করে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা হয়। ঘটনার পরপরই র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায়, ২১ জুন বিকেলে পরিচালিত অভিযানে মোঃ আঃ জলিল খাঁনকে গ্রেফতার করে র‌্যাব। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT