মুলাদীতে ইসলামী আন্দোলনের তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত মুলাদীতে ইসলামী আন্দোলনের তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত - ajkerparibartan.com
মুলাদীতে ইসলামী আন্দোলনের তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

4:08 pm , June 22, 2025

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে তৃণমূল দায়িত্বশীল সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাইয়ের জন্য এই সম্মেলন হয়। গতকাল রোববার বিকেল ৩টায় উপজেলার কাজিরচর ইউনিয়নের প্যাদারহাট সাইক্লোন শেল্টারে সম্মেলনটি করা হয়। এতে সভাপতিত্ব করেন, বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি শেখ শামসুল আলম মিলন। প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, কেন্দ্রিয় ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুহা. আল আমিন, বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কাওছারুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মদ আবুল খায়ের, যুগ্ম সম্পাদক মুহাম্মদ হাফিজুর রহমান, সদস্য মুহাম্মদ ইব্রাহীম হোসাইন মৃধা। এসময় মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের দায়িত্বশীল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি শেখ সামসুল আলম মিলন জানান, বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলনের দুইজন মনোনয়ন চাইছেন। একজন
ইসলামী আন্দোলনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, আরেকজন মুলাদী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এফ এম মাইনুল ইসলাম। প্রার্থী বাছাই করতে সম্মেলনে দায়িত্বশীল কর্মীদের ভোট গ্রহণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT