কাঠালিয়ায় কুড়িয়ে পাওয়া ভ্যাগভর্তি টাকা ও স্বর্ণালংকার ফিরিয়ে দিলো দুই শিক্ষার্থী  কাঠালিয়ায় কুড়িয়ে পাওয়া ভ্যাগভর্তি টাকা ও স্বর্ণালংকার ফিরিয়ে দিলো দুই শিক্ষার্থী  - ajkerparibartan.com
কাঠালিয়ায় কুড়িয়ে পাওয়া ভ্যাগভর্তি টাকা ও স্বর্ণালংকার ফিরিয়ে দিলো দুই শিক্ষার্থী 

4:07 pm , June 22, 2025

সফিকুল ইসলাম রাসেল, কাঠালিয়া প্রতিবেদক ॥ কাঠালিয়ায় মানবিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী মো: সাগর ও কাঠালিয়া চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী  সাকিব। কুড়িয়ে পাওয়া ১ লাখ ৩ হাজার টাকা,  স্বর্ণাংলকার ও দুটি স্মার্ট ফোন প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে তারা প্রমান করেছে সততা এখনও বেঁচে আছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওয়াবুনিয়া গ্রামে। জানা গেছে, ঐ গ্রামের বাসিন্দা হাতেম আলী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী সাগর এবং চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাকিব সকালে হাটতে বের হয়। এ সময়য় চিংড়াখালী সড়কের মোল্লা বাড়ির সামনে একটি পরিত্যাক্ত ব্যাগ দেখতে পান। ব্যাগ খুলে তারা দেখতে পায় এর ভিতরে এক লাখ তিন হাজার নগদ টাকা, স্বর্ণালংকার ও দুটি স্মার্ট ফোন। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি পরিবারের লোকজন ও ঘনিষ্ঠজনদের জানান এবং আসল মালিক খুঁজে বের করার উদ্যোগ নেন। কিছুক্ষণের মধ্যেই ব্যাগে থাকা ফোনে কল করেন ব্যাগটির মালিক চিংড়াখালী গ্রামের সোবহান বিডিআরের মেয়ে সুমি আক্তার। তিনি সকালে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে অসাবধানতাবশত ব্যাগটি হারিয়ে ফেলেন। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে সাগর ও সাকিব ব্যাগটি তার সমস্ত মালামাল সহ সুমির হাতে তুলে দেন। সাগর বলেন, ব্যাগে এত টাকা দেখে আমরা প্রথমে হতবাক হয়ে যাই। মনে হলো এটি কারো প্রয়োজনীয় কাজের টাকা হতে পারে। তাই এক মুহূর্ত দেরী না করে প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করি। আজ সেটি ফিরিয়ে দিতে পেরে আমরা স্বস্তিবোধ করছি। হারানো ব্যাগ ফিরে পেয়ে আবেগাপ্লুত সুমি আক্তার বলেন, আমরা ভীষণ মানসিক চাপে পড়ে গিয়েছিলাম। ভাবিনি কেউ এত সততা দেখাতে পারে। আমি সাগর ও সাকিবের প্রতি কৃতজ্ঞ। সাগর ও সাকিবের এই সততাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। উল্লেখ্য সাগর একজন দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা একজন দিনমজুর। অপর দিকে সাকিব একই গ্রামের মন্টু হাওলাদারের ছেলে। সীমিত সম্পদের মাঝেও তারা যে সততা ও বিবেকের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তা নি:সন্দেহে সবার জন্য অনুকরণীয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT