ভা-ারিয়ায় কলেমা চত্বরের সৌন্দর্যবর্ধণের কাজ শুরু ভা-ারিয়ায় কলেমা চত্বরের সৌন্দর্যবর্ধণের কাজ শুরু - ajkerparibartan.com
ভা-ারিয়ায় কলেমা চত্বরের সৌন্দর্যবর্ধণের কাজ শুরু

4:05 pm , June 22, 2025

তরিকুল ইসলাম, পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরের ভা-ারিয়ায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় স্থাপিত ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:) লিখিত কলেমা ক্যালিগ্রাফিকে ঘিরে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে।
গতকাল রোববার পৌরসভার নিজস্ব অর্থায়নে এ উন্নয়ন কাজের শুরু হয় এবং আগামী দুইমাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানাগেছে। এতে প্রায় ৩৪ লাখ টাকা ব্যায় হবে।
সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে চত্বরের চারপাশে বসানো হবে নান্দনিক দেয়াল, আলোকসজ্জা, সবুজায়ন। এই উদ্যোগে ধর্মীয় মর্যাদা রক্ষার পাশাপাশি শহরের নান্দনিক সৌন্দর্য্যও বাড়াবে বলে মনে করছেন স্থানীয়রা। ভা-ারিয়া পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন, প্রকল্পটি সম্পন্ন হলে বাসস্ট্যান্ড এলাকার পরিবেশ আরো মনোরম ও পরিচ্ছন্ন হবে এবং এটি ভা-ারিয়ার একটি দৃষ্টিনন্দন স্থান হিসেবে গড়ে উঠবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT