3:48 pm , June 21, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ভাষা সৈনিক অধ্যক্ষ হোসেন আলী এর স্ত্রী বরিশাল সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সহ সভাপতি গাজী কামরুল হাসান নীলু, সাবেক প্যানেল মেয়র মরহুম গাজী নঈমুল হোসেন লিটু এবং সাংষ্কৃতিক ব্যক্তিত্ব নজমুল হোসেন আকাশের মা নুরজাহান বেগম গত ২১ জুন শনিবার ভোরে শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধ্যক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গতকাল বাদ জোহর মথুরানাথ পাবলিক স্কুল প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্থানে দাফন করা হয়। নুরজাহান বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।