3:22 pm , June 21, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে হাঁটু পানি ও কাঁচা রাস্তা একমাত্র আবাসনের প্রবেশ পথ। উপজেলা সদর ইউনিয়ন ও আমড়াজুড়ি ইউনিয়নের ৮৫টি আবাসন পরিবারের সদস্যরা বৃষ্টির সময় হাঁটু পানি ও অন্যান্য সময় কাঁচা রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
বৃষ্টির সময় রাস্তাটি পানিতে ডুবে যায়। পানি কমে গেলে রাস্তাটি স্যাঁতস্যাঁতে ও কাঁদা হয়ে যায়। তখন ওই রাস্তা ব্যবহার না করে অনেক দূর ঘুরে বাসায় যেতে হয়। বর্তমানে দুইটি আবাসনে ৮৫টি পরিবার ও আশেপাশের প্রায় দেড় শতাধিক পরিবার ওই রাস্তাটি ব্যবহার করে।
আবাসনে বসবাসকারী আবুল হোসেন ও হেনা বেগম জানান, বৃষ্টির সময় রাস্তায় হাঁটু পরিমাণ পানি থাকে এবং পানি শুকিয়ে গেলে রাস্তা কাঁদা হয়ে যায়। আমাদের চলাচলে খুবই সমস্যা হচ্ছে। মেইন রাস্তা পর্যন্ত গাড়ি চলাচল করে। আবাসনের ভিতরে কোন রিকশা না ঢোকার কারণে আমাদের প্রয়োজনীয় মালামাল মাথায় করে আনতে হয়। বর্তমানে আমরা বিকল্প রাস্তা দিয়ে আমাদের বাসা বাড়িতে আসা যাওয়া করি। এ ব্যাপারে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সড়ক পাকাকরণের ব্যবস্থা করবো।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, উক্ত আবাসন দুটি নতুনভাবে তৈরি করা হয়েছে। আমাদের রাস্তার কাজ চলমান রয়েছে। শীঘ্রই রাস্তা মেরামত করে দেওয়া হবে।