নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন আবু নাসের নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন আবু নাসের - ajkerparibartan.com
নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন আবু নাসের

3:20 pm , June 21, 2025

নিজস্ব প্রতিবেদক ॥  গতকাল শনিবার বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে ভাঙন কবলিত বিভিন্ন এলাকা (কামারপাড়া, চুরামন, আটহাজার, হবিনগর ও চরআইচা) পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
এসময় রহমাতুল্লাহ বলেন, জনগণের নির্বাচিত সরকার না থাকলে তাৎক্ষনিকভাবে কোন সমস্যার সমাধান হয় না। দীর্ঘদিন অনির্বাচিত সরকার দেশজুড়ে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। যার ধরুন উন্নয়নের ছোয়া লাগেনি ভাঙনকবলিত এলাকাগুলোতে। এতে অসহায় মানুষের বসতভিটা এখন বিলীনের পথে।
তিনি বলেন, তাৎক্ষনিকভাবে শায়েস্তাবাদ এলাকার ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা না গেলে শত শত মানুষের ঘরবাড়ি, এলাকার স্কুল,  মাদ্রাসা বিলীন হয়ে যাবে। এজন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, পানি সম্পদ সচিব, বরিশালের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন কেন্দ্রীয় বিএনপির এ নেতা। একইসাথে আগামী এক সপ্তাহের মধ্যে নদী ভাঙনকবলিত এসব এলাকাগুলো পরিদর্শন ও অস্থায়ীভাবে হলেও সমাধানে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আহবান জানান তিনি।
রহমাতুল্লাহ বলেন, এসব সমস্যা স্থায়ীভাবে সমাধানে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। নিরপেক্ষে ভোটের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শায়েস্তাবাদ এলাকার নদী ভাঙন স্থায়ীভাবে সমাধান করা হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন করতে পারলে বরিশাল সদর উপজেলার যেকোন সমস্যা সমাধান করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিটু,  শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির নেতা হেমায়েত হোসেন মুরাদ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, ইউনিয়ন বিএনপির সদস্য কলম সরদার, বিএনপি নেতা মনির খান, ফারুক হাওলাদার, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, জেলা ওলামাদলের নেতা মাওলানা মাসুম বিল্লাহ,  বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা  নাসির হোসাইন, রিয়াজ মৃধা,  আলামিন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শিপন হাওলাদার,  সহ-সভাপতি মইনুল হাসান সিফাত প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT