বরিশালে স্কুল ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বরিশালে স্কুল ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - ajkerparibartan.com
বরিশালে স্কুল ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

3:20 pm , June 21, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ স্কুল শিক্ষার্থীদের সঞ্চয় এবং ব্যাংক ব্যবস্থায় উদ্বুদ্ধ করতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং সেমিনার। বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার উদ্যোগে গতকাল শনিবার সকালে বরিশাল ক্লাব মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এর আগে বরিশালের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালী।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনফ্লইশন বিভাগ ও বরিশালের ৪৪টি ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিবি’র বরিশাল শাখার নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহম্মেদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংকের ব্যাবস্থাপলা পরিচালক আব্দুর রহমান চৌধুরী।
সেমিনারে বরিশালের বিভিন্ন স্কুলের কয়েক শ’ শিক্ষার্থী অংশ নেয়। এসময় তাদেরকে স্কুল ব্যাংকিং এর নানা দিক, সঞ্চয়ের উপকারিতা এবং ক্যাশ লেস লেনদেন বিষয়ে উদ্বুদ্ধ করেন বক্তারা। তাদেরকে শিক্ষা জীবন থেকেই ব্যাংকিং ব্যাবস্থার উপর নির্ভর করার পরামর্শও দেন তারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT