3:19 pm , June 21, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ -মুলাদী উপজেলার নদী ভাঙন প্রতিরোধে পানি সম্পদ ও পরিবেশ, বন এবং জলবায়ু উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছেন আমার বাংলাদেশ (এবি)পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল সোসাইটির উপদেষ্টা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
বরিশাল সোসাইটির উপদেষ্টা ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বরিশাল সোসাইটির আহ্বায়ক আমানুল্লাহ খান নোমান, সদস্য সচিব এ্যাডভোকেট মোসাদ্দেক বিল্লাহ, এ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ, এবি পার্টির বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ সুজন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জিএম রাব্বি।
স্মারকলিপি প্রদান শেষে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কোরবানীর ঈদের ছুটিতে গ্রামে গিয়ে সরেজমিনে দেখলাম বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা/সন্ধ্যা নদীর লঞ্চঘাট এলাকা, বরিশাল বিমানবন্দরের নিকটবর্তী এলাকা, কেদারপুর ইউনিয়ন এবং মুলাদী উপজেলার জয়ন্তী নদীর দুপাশের গ্রামগুলো কিভাবে নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাই হাজার হাজার গ্রামবাসীর দাবীকে রাজধানীতে অন্তর্বর্তীকালীন সরকারকে পৌঁছে দেবার ওয়াদা করেছিলাম।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে লিখিত দুটো স্মারকলিপি দিলাম অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেবার জন্য। তিনি মনযোগ দিয়ে কষ্টের কথাগুলো শুনেছেন। এমনকি উক্ত এলাকা নিজ চোখে দেখতে যাবেন বলে ওয়াদা করেছেন।