মেঘনায় নিখোঁজের ৬ ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার মেঘনায় নিখোঁজের ৬ ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার - ajkerparibartan.com
মেঘনায় নিখোঁজের ৬ ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার

4:06 pm , June 20, 2025

ভোলা প্রতিবেদক ॥  মনপুরা উপজেলার মেঘনায় মাছ শিকার করে ঘাঁটে এসে নৌকা নোঙ্গর করার  পড়ে গিয়ে নিখোঁজের ৬ ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে জেলের মরদেহ হস্তান্তর করে।
শুক্রবার দুপুর ২টায় উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আলমপুর সংলগ্ন মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে একইস্থানে সকাল ৮টায় নোঙ্গর করা অবস্থায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন ওই জেলে। নিহত জেলে মহিউদ্দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জয়নাল আবেদিনের ছেলে। তিনি ইসমাইল মাঝির নৌকার জেলে ও বাবুর্চির (রান্নার) দায়িত্বে ছিলেন।
নৌকার মাঝি ইসমাইল মাঝি জানান, সকাল ৮টায় মাছ শিকার করে আলমপুর সংলগ্ন ঘাটে নৌকা নোঙ্গর করে রাখি। এরপর আমারা নেমে পড়ি। এক পর্যায়ে নিহত জেলে মহিউদ্দিন নৌকা থেকে নামার সময় পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে দুপুর ২টায় একই স্থানে লাশ ভেসে উঠে। এরপর পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ আহসান কবির জানান, আইনি প্রক্রিয়া শেষে জেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি ( অপমৃত্যু) মামলা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT