মুলাদীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যার চেষ্টা মুলাদীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যার চেষ্টা - ajkerparibartan.com
মুলাদীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যার চেষ্টা

4:06 pm , June 20, 2025

মুলাদী প্রতিবেদক ॥ বরিশালের মুলাদীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণ স্বামী। গতকাল শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সজিব ঘরামী (১৯) নামের এক তরুণ স্যাভলন পান করে আত্মহত্যার চেষ্টা করেন। সজিব ঘরামী ওই গ্রামের কবির ঘরামীর ছেলে। শুক্রবার সকালে তার কিশোরী স্ত্রী (১৫) এর সঙ্গে ঝগড়ার পরে দুপুরে ঘরে থাকা স্যাভলন পান করে বলে জানান পরিবারের সদস্যরা।
কবির ঘরামী জানান, প্রায় ৬ মাস আগে পার্শ্ববর্তী গ্রামের কিশোরীর সঙ্গে সজিবে বিয়ে হয়। বিয়ের ২-৩ মাস পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। প্রায়ই তাদের মধ্য ঝগড়া, কথার কাটাকাটি ও হাতাহাতি হতো। শুক্রবার সকালেও সজিবের সঙ্গে স্ত্রীর কথার কাটাকাটি হয়। স্ত্রীর সঙ্গে অভিমান করে সজিব দুপুরে ঘরে থাকা স্যাভলন পান করে অসুস্থ্য হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে তার স্ত্রী ডাকচিৎকার করলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তোফাজ্জেল হোসেন বলেন, সজিব বেশি পরিমানে স্যাভলন পান করায় বিষক্রিয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তার পাকস্থলি পরিস্কার করা হয়েছে। পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT