4:02 pm , June 20, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নে গণসংযোগ ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বাবার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর।
এ সময় তিনি মহিউদ্দীন জাহাঙ্গীর জাদুঘর পরিদর্শন করেন এবং শহীদের ছোট ভাই বাচ্চু হাওলাদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
গণসংযোগকালে তিনি আগরপুর ইউনিয়নের রহিমগঞ্জ, আগরপুর, তিলের চর, ইসলামপুর ও রাস্তার মাথার বাজারে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন ও স্থানীয়দের খোঁজ খবর নেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ থানা আমীর মাওলানা রফিকুল ইসলাম, থানা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, আগরপুর ইউনিয়ন আমীর মাওলানা মামুন অর রশীদ, ইউনিয়ন সেক্রেটারি রাশেদুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মাস্টার ওমর ফারুক, ইসলামী ছাত্রশিবির বাবুগঞ্জ থানা সভাপতি আবু ইউসুফ, ঢাকা মহানগরীর জামায়াত নেতা মো: ইউনুস এবং আগরপুর সোসাইটি ঢাকার সভাপতি শাহীন শিকদার প্রমুখ।