4:01 pm , June 20, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দেহেরগতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেহেরগতি ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা এরশাদ হোসেন ।
ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইদ্রিস হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমীর বরিশাল -৩ (বাবুগঞ্জ – মুলাদি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
তিনি বলেন, এবার জনগণ চায় পরিবর্তন। দাঁড়িপাল্লা সেই পরিবর্তনের প্রতীক। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার জনগণ ইসলামী শক্তির পক্ষে ঝাপিয়ে পড়বে ইনশাল্লাহ।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোহাম্মদ
রফিকুল ইসলাম, কাওছার হামেদী। আরো বক্তব্য রাখেন মাওলানা ইদ্রিস হাসান, জামাল উদ্দিন, ইয়াসিন হাওলাদার।