ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে: আবদুল জব্বার ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে: আবদুল জব্বার - ajkerparibartan.com
ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে: আবদুল জব্বার

4:01 pm , June 20, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই পারে জাতিকে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে নিতে। স্বাধীনতার পর দেশ কখনো জাতীয়তাবাদ, কখনো ধর্মনিরপেক্ষতাবাদ, আবার কখনো সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে শাসিত হয়েছে। মূলত, কুরআন দিয়ে দেশ শাসন না হওয়ার কারণে দেশ ঘুষ, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলা শাখার উদ্যোগে ছাত্রশিবিরের প্রাক্তন দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (২০ জুন) সকাল ১০ টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুরুল আমিন। সমাবেশ পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।
প্রধান অতিথি আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াতের সকল নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকার এবং জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থাকার আহ্বান জানান। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান ও অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের বিএম কলেজ শাখার সাবেক সেক্রেটারি ও বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহে আলম চৌধুরীর সামূ, শিবিরের সাবেক জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ, সাবেক শিবির নেতা প্রভাষক রেদোয়ান উল্লাহ ও মাস্টার ইয়াছিন হেলাল প্রমুখ। এছাড়াও ছাত্রশিবিরের জেলা-উপজেলা ও বিভিন্ন পর্যায়ের সাবেক দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT