4:00 pm , June 20, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের একটি হিন্দু পরিবারের বসতঘরে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার মিনিটের দিকে দুর্বৃত্তরা রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়।
ভুক্তভোগী উত্তম হালদার জানান, আগুনে রান্নাঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তম হালদারের অভিযোগ, প্রতিবেশী দীনেশ, সুদেব, শিশির, প্রদীপ, বিপুল, রাজিব ও সঞ্জিব ঘরামীর সঙ্গে তাদের পূর্ব শত্রুতা রয়েছে। সম্প্রতি একটি মামলায় সাক্ষ্য দেওয়ার জের ধরে তাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে।
তবে অভিযুক্তরা পাল্টা দাবি করে বলেন, তারা নিজেরাই ঘরে আগুন দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। দীনেশ ও সুদেব ঘরামী জানান, ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করছে। তারা আগুনের ঘটনাকে একটি ‘নাটক’ বলে দাবি করেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।