মাদকাসক্তের ছোবল থেকে রক্ষা পেতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে: নান্নু মাদকাসক্তের ছোবল থেকে রক্ষা পেতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে: নান্নু - ajkerparibartan.com
মাদকাসক্তের ছোবল থেকে রক্ষা পেতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে: নান্নু

3:45 pm , June 20, 2025

ঝালকাঠী প্রতিবেদক ॥ মাদকাসক্ত এর ছোবল থেকে রক্ষা পেতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। খেলাধুলা শরীর ও মন ভালো থাকে। দেহ ও মন সুস্থ রাখে। খেলাধুলা একটি ভালো শরীর চর্চা। খেলাধুলায় মনের বিকাশ ঘটায়। ফ্যাসিবাদী সরকারের আমলে মানুষ মন খুলে খেলাধুলা করতে পারতো না। বিএনপির লোকজনকে মিথ্যা মালা, হামলা করে বাড়িঘর ছাড়া করেছিল। মানুষের মধ্যে সবসময় আতংক বিরাজ করতো। দেশ থেকে আনন্দ-ফূর্তি, খেলাধুলা এবং সাংষ্কৃতিক চর্চা বিলীন হয়ে গিয়েছিলো।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান আরাফাত রহমান কেকো খেলাধুলা পছন্দ করতেন এবং তিনি খেলাধুলা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। গতকাল শুক্রবার বিকালে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের কিস্তাকাঠি গ্রামে আবহমান বাংলার কাবাডি খেলা উদ্বোধনকালে এসব কথা বলেন বিএনপির  সহ সাংগঠনিক সম্পাদক  (বরিশাল বিভাগ) ও বিএম কলেজের ভিপি মাহবুবুল হক নান্নু। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব আনিছুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন, সহ সভাপতি হেদায়েতুল ইসলাম সোহেল, বিএনপি নেতা মো: শাহিন ও  শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন  পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম মৃধা।
কিস্তাকাঠি ও মির্জাপুর টিম খেলায় অংশগ্রহন করে। প্রথমেই কিস্তাকাঠি এক গোল দিয়ে মির্জাপুরকে হারায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT