ইন্দুরকানীতে ব্রিজসহ কয়লা বোঝাই ট্রাক খালে ॥ দুর্ভোগ ইন্দুরকানীতে ব্রিজসহ কয়লা বোঝাই ট্রাক খালে ॥ দুর্ভোগ - ajkerparibartan.com
ইন্দুরকানীতে ব্রিজসহ কয়লা বোঝাই ট্রাক খালে ॥ দুর্ভোগ

3:45 pm , June 20, 2025

তরিকুল ইসলাম, পিরোজপুর প্রতিবেদক ॥ ধারণ ক্ষমতার অতিরিক্ত কয়লা বোঝাই ট্রাক নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে পিরোজপুর-কলারন মহাসড়কের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ মালবাড়ি বেইলি সেতু।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। সেতুটি ভেঙে পড়ায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সন্ন্যাসী, কলারন, ইন্দুরকানি- পিরোজপুর রুটে চলাচলকারি কয়েক হাজার মানুষ। স্থানীয়রা জানান, খুলনার কয়রা উপজেলা থেকে শুক্রবার রাতে একটি কয়লা বোঝাই ট্রাক ইন্দুরকানি উপজেলার কচা নদী সংলগ্ন খোল পটুয়ার আরওয়ান ব্রিকসের উদ্দেশ্যে যাচ্ছিল। ধারন ক্ষমতার অধিক কয়লা নিয়ে সেতুটি পার হওয়ায় ট্রাকটি এ দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকটিতে আনুমানিক ১০ টনের অধিক কয়লা ছিল বলে ধারনা স্থানীয়দের। দুর্ঘটনার পর ট্রাকটির চালক এবং হেলপার কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন আগে সড়ক ও জনপথ বিভাগ এই সেতুটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ৫ টনের অধিক যানবহন নিয়ে চলাচল না করার জন্য নিষেধাজ্ঞা দিয়ে দু’পাড়ে সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে দেয়।
দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাগর জমাদ্দার, উপ-সহকারী প্রকৌশলী রেজাউল করিম ও কার্য-সহকারী সুধাংশু শিকদার শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে ভেঙে পড়া সেতুটি মেরামত করে যানবাহন ও জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইন্দুরকানি থানার ওসি মারুফ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ধারণ ক্ষমতার অধিক কয়লা নিয়ে ট্রাকটি পার হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT