3:01 pm , June 19, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ গত ১৩ জুন রাতে মেহেন্দিগঞ্জের চাঁনপুর ইউনিয়নের ঝোড়খালী গ্রামের একই বাড়ির ৩টি ঘর আগুনে পুড়ে গেছে। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ও তাদের খোঁজখবর নিতে সেখানে ছুটে যান বরিশাল জেলা জামায়াতের আমীর এবং বরিশাল-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা মজলিশে শুরা সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহীদুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহীম খলিল, চাঁনপুর ইউনিয়ন আমীর মাওলানা রিয়াজ উদ্দিন, নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল জাব্বার, সেক্রেটারি মাওলানা আব্দুজ জাহের, ইসমাঈল সিকদার, হারুন অর রশীদ দেওয়ান প্রমুখ। অধ্যাপক আব্দুল জাব্বার ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান করেন।