মেহেন্দিগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত মেহেন্দিগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত

3:01 pm , June 19, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ গত ১৩ জুন রাতে মেহেন্দিগঞ্জের চাঁনপুর ইউনিয়নের ঝোড়খালী গ্রামের একই বাড়ির ৩টি ঘর আগুনে পুড়ে গেছে। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ও তাদের খোঁজখবর নিতে সেখানে ছুটে যান বরিশাল জেলা জামায়াতের আমীর এবং বরিশাল-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা মজলিশে শুরা সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহীদুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহীম খলিল, চাঁনপুর ইউনিয়ন আমীর মাওলানা রিয়াজ উদ্দিন, নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল জাব্বার, সেক্রেটারি মাওলানা আব্দুজ জাহের, ইসমাঈল সিকদার, হারুন অর রশীদ দেওয়ান প্রমুখ। অধ্যাপক আব্দুল জাব্বার ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT