3:00 pm , June 19, 2025

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের সদস্য সচিব জাহিন খালাসীর নামে মামলা দেওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ১৮ জুন সন্ধ্যায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাওহিদুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান,শাহিন মাহমুদ, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন, মাহমুদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম, আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক আছিবুল ইসলাম, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম রনি,ধর্ম বিষয়ক সম্পাদক মো: হুমায়ুন, জিসান,শাহরিয়ার,ফয়সাল।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বানারীপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এর নামে মামলা দেওয়ার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য,জমি বিরোধকে কেন্দ্র করে রাজ্জাকপুরের বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন আক্তারের ঘরে ডিস ব্যবসায়ী মোজাম্মেল হোসেন হামলা ও ভাংচুর চালায় মর্মে বানারীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। ওই সময় বানারীপাড়ায় কর্মরত অনেক সাংবাদিকের সাথে জাহিন খালাসী ও তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন। ওই ঘটনার দীর্ঘদিন পরে ১৮ জুন বুধবার সকালে দায়েরকৃত মামলায় পারভীন আক্তার তার সাবেক স্বামী ডিস ব্যবসায়ী মোজাম্মেল হোসেনের সাথে বানারীপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহিন খালাসীকে অন্যায়ভাবে আসামী করে।