নেছারাবাদে খালে অজু করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু নেছারাবাদে খালে অজু করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু - ajkerparibartan.com
নেছারাবাদে খালে অজু করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

3:00 pm , June 19, 2025

নেছারাবাদ প্রতিবেদক ॥ নেছারাবাদে এলাকায় খালে অজু করতে গিয়ে ৯০ বছর বয়সী মতিউন্নেচ্ছা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থল থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করে। বুধবার রাত ১১টার দিকে একতা বাজারে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১২টায় লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মোসাম্মৎ মতিউন্নেচ্ছা ৩নং ওয়ার্ডের মৃত সেকান্দার আলীর স্ত্রী। রাত আনুমানিক রাত ১১টায় ঘরের  পাশের খালে অজু করতে যায়। ফিরে আসতে দেরি হওয়ায় তার ছেলে-মেয়েরা খোঁজ করতে বের হয়। অনেক ডাকাডাকি করে খুঁজে না পাওয়া গেলে ঘাটের কাছে গিয়ে দেখে জুতা পড়ে আছে। সকালে ফায়ার সার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে বৃদ্ধার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
নেছারাবাদ ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মনিরুল ইসলাম বলেন, সকালে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই এবং বরিশালের ফায়ার সার্ভিস স্টেশনে থেকে ডুবুরি দল আসে। দুপুর সাড়ে ১২টায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি অজু করতে গিয়ে খালের পানিতে ডুবে মারা গেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT