2:59 pm , June 19, 2025

গৌতম কুমার, নেছারাবাদ প্রতিবেদক ॥ বৃষ্টি হলে নেছারাবাদ বাসস্ট্যান্ডে দুর্ভোগের আর সীমা থাকেনা। এ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় একাধিক খবর প্রকাশিত হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের নজরে অসেনি বাসস্ট্যান্ডের দুর্দশার চিত্র। যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, বাসস্ট্যান্ডের পরিবেশ খুবই নাজুক। নেই কোন যাত্রী ছাউনি। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই জরাজীর্ণ এই বাসস্ট্যান্ডকে একটি আধুনিক বাসস্ট্যান্ডে রূপান্তরিত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা সহ যাত্রীরা।
এ বিষয়ে স্বরূপকাঠি পৌরসভার সচিব সাইফুর রহমান বলেন, বাসস্ট্যান্ড আধুনিকায়নের জন্য কোন প্রকল্প এখন পর্যন্ত হাতে নেওয়া হয়নি। তবে জলবদ্ধতা নিরসনকল্পে একটি একটি টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল বৃহস্পতিবার সরজমিনে বাসস্ট্যান্ডে গেলে চোখে পড়ে করুণ দশা। জলাবদ্ধতার কারণে এখানে চলা দায়। যাত্রী সাধারণের যেন ভোগান্তির শেষ নেই। এই সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বার বার।
একজন যাত্রী বলেন, বাসস্ট্যান্ডের ভেতরের পরিবেশ খুবই খারাপ। বিশেষ করে বর্ষাকালে কাদা পানিতে একাকার হয়ে যায়। আমাদের চলাচলে বেগ পেতে হচ্ছে। মাত্র দুদিনের বৃষ্টিতে দেখুন স্ট্যান্ডের মধ্যে কি অবস্থা।
কাউন্টারের লোকজন বলেন, আমরা অনেক কষ্ট করে ভালো ভালো পরিবহনগুলো নিয়ে আসি যাত্রীদের ভালো সেবা দেয়ার জন্য। কিন্তু বাসস্ট্যান্ডের পরিবেশটা এতো বাজে। বিশেষ করে বর্ষা মৌসুমে খারাপ অবস্থা হয়। এরছাড়া লোকাল বাস মালিক সমিতির সাথে ঝামেলা তো আছেই। বাসস্ট্যান্ডের এই সমস্যার একটা স্থায়ী সমাধান দরকার।
বরিশাল বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জগলু হাওলাদার বলেন, ঐ বাসস্ট্যান্ড স্বরূপকাঠি পৌরসভার মধ্যে অবস্থিত সুতরাং উন্নয়নের কাজ তাদেরকে করতে হবে। আমরা তো তাদের কাছ থেকে ইজারা নিয়ে স্ট্যান্ড পরিচালনা করি। আর আমাদের কোন ফান্ড নাই যে নিজেদের উদ্যোগে সংস্কার করবো।
স্বরুপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আমারও বিষয়টি নজরে এসেছে। যেহেতু বাসস্ট্যান্ড থেকে ভারী যানবাহন চলাচল করে সুতরাং সেখানে আরসিসি ঢালাই প্রয়োজন। পৌরসভার ফান্ড থেকেই উন্নয়ন কাজ করতে হবে।