2:57 pm , June 19, 2025

বিশেষ প্রতিবেদক ॥ সমগ্র দক্ষিণাঞ্চলে পরমানু শক্তি কমিশনের একমাত্র ‘ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যন্ড অ্যালায়েড সায়েন্সেস’ এ বোন ক্যান্সার ও থাইয়েড রোগ নির্ণয় সহ এর চিকিৎসায় ব্যবহৃত ‘রেডিও আইসোটপ এর অভাবে সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সমগ্র দক্ষিণাঞ্চলে একমাত্র এ প্রতিষ্ঠানটিতেই সম্পূর্ণ সরকার নির্ধারিত ফিতে এ ধরণের পরীক্ষা নিরীক্ষা সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।
কিন্তু পরমানু শক্তি কমিশনের সদর দপ্তর থেকে সরবরাহ ঘাটতির ফলে ইনস্টিটিউট এর বরিশাল কেন্দ্রটি থেকে সাধারন মানুষ কাঙ্খিত চিকিৎসা সুবিধা পাচ্ছেন না।
এ ধরনের রেডিও আইসোটোপ এর সাহায্যে ‘আই-১৩১ থাইরয়েড স্ক্যান’ এবং ‘টিসি-৯৯’ সহ থাইরয়েড স্ক্যান এর মত কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা সহ বোনক্যান্সার নির্ণয় সহ সংশ্লিষ্ট বেশ কিছু চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। এমনকি রোগ নির্ণয় পরবর্তি বেশ কিছু চিকিৎসায়ও ‘রেডিও আইসোটোপ’এর ব্যবহার অনস্বীকার্জ বলে জানা গেছে।
এ ব্যাপারে ইনমাস এর বরিশাল কেন্দ্রে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, চীন থেকে এসব রেডিও আইসোটোপ আমদানী করা হয়ে থাকে। সেখানেই উৎপাদন ঘাটতির ফলে গত কয়েক মাস ধরে বরিশাল সহ সারা দেশে জরুরী চিকিৎসা সহায়ক সামগ্রীর ঘাটতি চলছে। তবে খুব দ্রুত এ ঘাটতি মোকাবেলা করে বরিশাল সহ সারা দেশেই রেডিও আইসোট সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।